
Russia-Ukraine War: ইউক্রেনে কি আরেকটি ভয়াবহ যুদ্ধ ঘটবে?
Russia-Ukraine War: ইউক্রেনে কি আরেকটি ভয়াবহ যুদ্ধ ঘটবে?দনবাসের দোনেৎস্ক অঞ্চলের দিকে নজর রুশ বাহিনীর।স্লোভিয়ানস্ক শহরে প্রচণ্ড লড়াই শুরু হতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে তুমুল যুদ্ধ শুরু হয়েছে বলে জানা গেছে। Russia-Ukraine War রুশ বাহিনীর হামলায় ছয়জন নিহত হয়। আহত হয়েছেন ২০ জন।
সূত্রের মতে, লড়াই এখন স্লোভিয়ানস্কের কাছে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন সৈনিক বলেছেন, “সবাই জানে যে স্লোভিয়ানস্কে একটি ভয়ঙ্কর যুদ্ধ চলছে।” আরেক ইউক্রেনীয় সৈন্য বলেছেন যে অগ্রসরমান রাশিয়ান সেনাবাহিনীর উন্নত অস্ত্র মোকাবেলা করার মতো অস্ত্র ইউক্রেনের বাহিনীর কাছে নেই।
রাশিয়া লাইসিচানস্ক শহর দখল করে পূর্ব ইউক্রেনের লুহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে। এখন রাশিয়ান সৈন্যদের চোখ দনবাসের দোনেৎস্ক অঞ্চলের দিকে স্থির। স্লোভিয়ানস্ক শহরে ভারী লড়াই শুরু হতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
শহরের মেয়র বলেন, স্লোভিয়ানস্কে হামলা আরও তীব্র হয়েছে। দিনে অন্তত চার থেকে পাঁচবার গোলাগুলি করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনাবাহিনী রবিবার স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক শহরে হামলা চালায়। খারকিভ শহরেও হামলা হয়েছে।