
Rohit Sharma: খেতে গিয়ে মুম্বইয়ের রেস্তরাঁয় আটকে পড়লেন রোহিত শর্মা
Rohit Sharma: জিম্বাবোয়ে সফরে নেই রোহিত। মুম্বইয়ে একটি রেস্তরাঁয় গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরোনোর সময় এত ভিড় হয়ে যায় যে রোহিতকে ফের ভিতরে চলে যেতে হয়।
একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন Rohit Sharma। মুম্বাইয়ের রেস্তোরাঁ থেকে বের হলেই বিপদ। হাজার হাজার মানুষ তার জন্য বাইরে দাঁড়িয়েছিল। ফ্যানের চাপে রেস্তোরাঁ ছাড়তে পারেননি রোহিত।
Rohit Sharma কে এক বার কাছ থেকে দেখার জন্য মানুষ উদগ্রীব হয়ে গিয়েছিল। ভারত অধিনায়কের ভক্তের সংখ্যা বিশাল। মুম্বইয়েরই ছেলে রোহিত। আইপিএলেও খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। তাঁর জন্য যে ভিড় হবে তা জানাই ছিল। অসংখ্য ভক্ত তাঁর ছবি তোলার জন্য এসেছিলেন। কিন্তু সেই সংখ্যা এতটাই বিশাল হয়ে যায় যে রোহিতের সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তায় পড়ে যান তাঁর রক্ষীরা। রেস্তরাঁর বাইরে এসেও ভিতরে ঢুকে যান রোহিত।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর কিছুটা ছুটি পেয়েছেন রোহিত। জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্রাম। দলটির নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এশিয়া কাপে ফের দেখা যাবে অধিনায়ক রোহিতকে। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একটিও টি-টোয়েন্টি সিরিজ হারেননি। এশিয়া কাপ সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে। তখন ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। প্রতিযোগিতায় ভারত জিতেছে।