
Mahindra Scorpio N:১ লক্ষের বেশি বুকিং মাত্র ৩০ মিনিটে, ডেলিভারি শুরু ডিসেম্বরে
শুরুতেই রেকর্ড বুকিং নতুন Mahindra Scorpio N স্করপিওর, কত দামে পাবেন জানেন ?
এক মিনিটে বুকিং হল ২৫,০০০ মহিন্দ্রা গাড়ি বুকিংয়ের ইতিহাসে একপ্রকার রেকর্ড এক ঘণ্টায় এক লাখেরও বেশি বুকিং পেয়েছে এই গাড়ি। প্রোডাকশনের দিক থেকে সেরা Z8L মডেলকে অগ্রাধিকার দিয়েছে কোম্পানি। ২৬ সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হবে নতুন মহিন্দ্রা স্করপিওর। অগাস্ট শেষ হওয়ার আগেই গ্রাহকদের তাদের ডেলিভারির তারিখ সম্পর্কে অবহিত করবে কোম্পানি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ২০,০০০ ইউনিট সরবরাহ করবে তারা।

লঞ্চের সময় Mahindra এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট ও ম্যানুয়াল ট্রান্সমিশন সহ সব ভ্যারিয়েন্টের দাম ঘোষণা করেছিল। Scorpio N-এর Z2 পেট্রল ম্যানুয়াল-এর দাম ১১.৯৯ লক্ষ টাকা রাখা হয়েছে। পাশাপাশি বেস ডিজেল ম্যানুয়াল-এর দাম পড়ছে ১২.৪৯ লক্ষ টাকা। গাড়ির টপ-এন্ড Z8L-এর পেট্রল অটোমেটিকের দাম ২০.৯৫ লক্ষ টাকা ধরা হয়েছে। পাশপাশি ডিজেল অটোমেটিকের দাম রাখা হয়েছে ২১.৪৫ লক্ষ টাকা৷ নতুন স্করপিওর ‘ফোর হুইল ড্রাইভ’ ডিজেলের দাম ২.৪৫ লক্ষ টাকা বেশি রাখা হয়েছে। আপনি ডিজেল ও পেট্রল উভয়ই স্বয়ংক্রিয় মডেল পেতে পারেন। যার 4WD ডিজেল ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় উভয়ের সঙ্গে ৬ বা ৭ সিটার গাড়ির অপশন রয়েছে।
মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (M&M) শেয়ারগুলি সোমবার একটি নতুন জীবনকালের উচ্চতায় পৌঁছেছে কারণ কোম্পানিটি তার সদ্য লঞ্চ করা Scorpio N-তে একটি শক্তিশালী বুকিং প্রতিক্রিয়া পেয়েছে৷
Hi there and Happy Holidays!! It’s the season of giving and I just a quick question, are you looking to supplement your income? Maybe you’re stuck in the rat race and blogging isn’t working out too well? Or perhaps you’re retired and need a little income boost to help you cover some bills? I really think there is an AWESOME opportunity that could really help you out which I came across: https://incomecommunity.com I’ve been working from the comfort of my home this winter and supplementing my income :-). Okay, translating isn’t always the easiest, but it’s consistent and reliable. The thing I like about it is that you basically choose how much you want to work. As long as you can find 45 minutes per day, this will be worth your time. https://incomecommunity.com Hope it helps, and I hope you have a GREAT 2023!