fbpx
Life Certificate

Life Certificate: এ বার বাড়ি থেকেই বানিয়ে জমা দেওয়া যাবে এই সার্টিফিকেট। কী ভাবে?

এক কোটিরও বেশি পেনশনভোগী মানুষ আছেন দেশে প্রতি বছরই নভেম্বর মাসে তাদের একটি ‘Life Certificate’ জমা করতে হয়। এই সার্টিফিকেট এ বার লাইনে না দাঁড়িয়ে বাড়ি থেকেই বানিয়ে জমা দেওয়া যাবে।

বয়স্ক মানুষদের কষ্ট লাঘব করতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সহজ পদ্ধতিতে বাড়ি থেকেই এই ‘Life Certificate’ জমা করতে পারেন পেনশনভোগীরা। প্রয়োজন নেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের লাইনে দাঁড়িয়ে ফর্ম তোলার বা জমা দেওয়ার। কয়েকটি সহজ পদ্ধতিতে নিজেদের ‘লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন পেনশনভোগীরা, দেখে নিন এক নজরে।

Life Certificate
এ বার লাইনে না দাঁড়িয়ে Life Certificate

অন্ততপক্ষে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন থাকতে হবে । যার মধ্যে প্রয়োজন রয়েছে ইন্টারনেট সংযোগেরও। ব্যাঙ্ক, পোস্ট অফিস বা অন্যান্য যে সব প্রতিষ্ঠানে পেনশন অ্যাকাউন্ট রয়েছে, তার সঙ্গে আধার নম্বর নথিভুক্ত থাকা অত্যাবশ্যক।আধার এবং ১২ সংখ্যার পেনশন পেমেন্ট অর্ডারে একই মোবাইল নম্বর নথিভুক্ত থাকতে হবে।

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ‘AadhaarFaceRd’ ডাউনলোড করুন। অথবা লিঙ্কে ক্লিক করে https://jeevanpramaan.gov.in-এ গিয়ে জীবন প্রমাণ ফেস অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

সেখানে অনুমোদনের জন্য আধার, ই-মেল আইডি, ফোন নম্বর দিতে হবে। এর পরই ওই এক বার ব্যবহারের অথেন্টিকেশন (One time operator authentication) বা অনুমোদন দেওয়া হবে।

এর পর ওই পেনশনভোগী ব্যক্তিকে আবার আধার নম্বর জমা দিয়ে মুখের ছবি স্ক্যান করতে হবে। মুখের ছবি স্ক্যান করার সময় পর্যাপ্ত আলো থাকা এবং ছবি তোলার সময়ে দু’তিনবার চোখের পলক ফেলাও বাধ্যতামূলক।

মুখের স্ক্যান শেষ হওয়ার পর পেনশন প্রাপকের পরিচয় যাচাই করা বাধ্যতামূলক। পরিচয় যাচাইয়ের পর অ্যাপেই তৈরি হবে প্রমাণ আইডি এবং ডিজিটাল সার্টিফিকেট। ডিজিটাল সার্টিফিকেট তৈরি হওয়ার পর সেই সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক এসএমএস মারফত মোবাইলে পাঠানো হবে। ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করা যাবে সেই সার্টিফিকেট। সার্টিফিকেট ডাউনলোডের আগে ১০ সংখ্যার বিরল প্রমাণ আইডি নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। রোবট নন এটা প্রমাণ করার জন্য দিতে হবে ক্যাপচাও। নির্দিষ্ট জায়গায় উক্ত তথ্য দেওয়ার পর পেনশনভোগীর ছবি, তারিখ এবং নির্দিষ্ট কিছু তথ্য উল্লেখ করা ডিজিটাল ‘Life Certificate’ ডাউনলোড করা যাবে।

Follow our Facebook Page

প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

IRCTC Account Previous post IRCTC Account এ আধার নম্বর যুক্ত থাকলে টিকিট কাটতে মিলবে দ্বিগুণ সুবিধা
FIFA World Cup 2022 Next post FIFA World Cup 2022:-স্পেনের বিপক্ষে ড্র করে জার্মানির বিশ্বকাপ স্বপ্ন অব্যাহত।