fbpx

IRCTC Account এ আধার নম্বর যুক্ত থাকলে টিকিট কাটতে মিলবে দ্বিগুণ সুবিধা

এখন অনেকেই IRCTC Account এর মাধ্যমে অনলাইনে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটেন । গত জুন মাসে নতুন সুবিধা চালু করেছে আইআরসিটিসি , আগের নিয়ম অনুযায়ী যাত্রীরা মাসে সর্বোচ্চ ১২টি টিকিট কাটতে পারতেন তবে এখন Account এর সঙ্গে আধার নম্বরের যোগ থাকলে ২৪টি পর্যন্ত টিকিট কাটা যাচ্ছে।

আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করার নিয়মও খুবই সহজ। যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাঁরা যেমন আধার নম্বর দিতে পারেন তেমন পুরনো অ্যাকাউন্টধারীরাও তা যুক্ত করতে পারেন।

এর জন্য নিজস্ব আইআরসিটিসি অ্যাকাউন্টে গিয়ে ‘My Profile’ বিভাগে গিয়ে ‘আধার KYC’-তে ক্লিক করতে হবে। সেখানেই আধার নম্বর দেওয়া যাবে। এর পরে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে একটি OTP আসবে । সেটি দিতে হবে।

Follow our Facebook Page

প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন

1 thought on “IRCTC Account এ আধার নম্বর যুক্ত থাকলে টিকিট কাটতে মিলবে দ্বিগুণ সুবিধা”

Leave a Comment