fbpx
Iphone Security

Iphone Security: চুরি যেতে পারে আইফোনে রাখা তথ্য!ক্রেতাদের সতর্ক করলো ‘Apple’

কেন ‘APPLE’-এর তরফে জরুরি ভিত্তিতে সফ্‌টওয়্যার আপডেট করার আর্জির বার্তা যায় ? বলা হয় সংস্থার তৈরি সব ধরনের যন্ত্রের সফ্‌টওয়্যার তাড়াতাড়ি আপডেট করতে হবে। এমন বার্তা ছড়াতেই হইচই বিশ্বজুড়ে তবে কি Iphone এর তথ্য ততটাও সুরক্ষিত নয়! সত্যি কি তাই ?

Iphone , MacBook হোক কিংবা Ipad, Apple watch — এর যন্ত্রে যে তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে, তাতে গলদ ধরা পড়েছে। যে কোনও জায়গায় রাখা গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। যাতে ক্রেতারা সমস্যায় না পড়েন তাই এখনই সংস্থার তরফে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে উদ্যোগী হন কর্তৃপক্ষ।

‘অ্যাপল’-এর তরফে সকলের কাছে ‘সিকিওরিটি আপডেট’-এর বার্তায় জানানো হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সফ্‌টওয়্যারে একটি খামতি দেখা গিয়েছে তার জেরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে। ‘অ্যাপল’ কর্তৃপক্ষ জানান, এমন আশঙ্কার কথা প্রকাশ করা একটি রিপোর্টের সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল। বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা শোনা গিয়েছে। যদিও সংস্থার তৈরি সব যন্ত্রের সুরক্ষা ব্যবস্থায় খামতির কারণেই এমন হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞেরা জানান, সফ্‌টওয়্যার আপডেট না করলে ফাঁক গলে সমস্যা তৈরি করতে পারে হ্যাকাররা। সংস্থার তরফে শুধু জানানো হয়, অচেনা এক গবেষক প্রথম এই বিষয়টি তাঁদের জানান। তার পরেই সংস্থা সবটা খতিয়ে দেখে এবং সাবধান থাকতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

‘‘সারা বিশ্বে কোটি কোটি ফোন-আইপ্যাড ব্যবহার করা হচ্ছে। এমন নয় যে সবেতেই সমস্যা দেখা দিচ্ছে। শুধু সাবধান থাকতে এক বার সফ্‌টওয়্যার আপডেট করে নিতে হবে। তা হলেই আর সমস্যা থাকবে না।’’ তবে এটি তথ্য সুরক্ষার বিষয়। তাই সফ্‌টওয়্যার আপডেট করায় গাফিলতি না দেখানোই শ্রেয়।

প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন

Follow our Facebook Page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rohit Sharma Previous post Rohit Sharma: খেতে গিয়ে মুম্বইয়ের রেস্তরাঁয় আটকে পড়লেন রোহিত শর্মা
Durgapuja 2022 Next post Durga Puja 2022: দুর্গাপুজোর ছুটি এ বার অনেক লম্বা,জানালেন মুখ্যমন্ত্রী