
IPhone 14: চিন-নির্ভরতা কমাতে চায় ‘অ্যাপল’, ভারতেই তৈরি হবে আইফোন ১৪?
IPhone 14: ভারতে আইফোন উৎপাদনকারী একটি সংস্থা দ্রুত যন্ত্রাংশ আমদানি করার চেষ্টা করছে। যন্ত্রাংশ এলেই চেন্নাইয়ের কারখানায় তৈরি হবে আইফোন ১৪।
আইফোন উৎপাদনে ভারত এখনও চীন থেকে অনেক পিছিয়ে। কিন্তু কয়েকদিনের মধ্যেই বদলে যেতে পারে সেই চিত্র। চীনের ওপর নির্ভরতা কমাতে ভারতে উৎপাদন বাড়ানোর কথা ভাবছে অ্যাপল। আর সেই পরিকল্পনার ফসল হিসাবে দীপাবলির আগেই বাজারে চলে আসতে পারে ভারতে তৈরি আইফোন ১৪।
এত দিন পর্যন্ত চিনের বাজারে আইফোনের নতুন কোনও সংস্করণ আসার ছয় থেকে নয় মাস পরে ভারতে উৎপাদিত হত ফোনগুলি।
কিন্তু দুই মাস সময় ফেরাতে চায় সংগঠনটির কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সংস্থাটি চীনের উপর তার অতিরিক্ত নির্ভরতা কমাতে চায়। মার্কিন সংবাদমাধ্যমের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
বর্তমানে অ্যাপল তিনটি কোম্পানির সহায়তায় ভারতে আইফোন তৈরি করে। তিনটি সংস্থার মধ্যে একটি ইতিমধ্যে চীন থেকে আরও দ্রুত আইফোনের যন্ত্রাংশ আমদানির পরিকল্পনা করছে, সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে। যন্ত্রাংশ আসার পরই চেন্নাইয়ের কারখানায় iPhone 14 তৈরি করা হবে। আইফোন 14 সেপ্টেম্বরের শুরুতে চীনা বাজারে আসতে পারে। অক্টোবরের শেষে দীপাবলির আগেই আইফোনের নবতম সংস্করণ বাজারে আনার চেষ্টা করছে সংস্থা।