fbpx
Personal Loan App

Personal Loan App : ঋণের জালে ফেঁসে বহু গ্রাহক বিপাকে, দু’হাজারেরও বেশি ‘Personal Loan App’ সরাল Google

‘Personal Loan App এর ঋণের বোঝা! ভারতে গত কয়েক বছরে এই লোন অ্যাপের চক্করে পড়ে বহু গ্রাহকই হয়রানির শিকার হয়েছেন। তাই গ্রাহকদের সুরক্ষার্থে এ বার পদক্ষেপ নিলো গুগল। অনেকে হেনস্থার মুখে পড়েছেন, কেউ কেউ আত্মহত্যার মতো চরম পন্থা বেছে নিয়েছেন। ভারতে দু’হাজারেরও বেশি ‘Personal Loan App’ মুছে দিয়েছে গুগল। 

এক সাংবাদিক বৈঠকে ‘Google Asia-Pacific’-এর সিনিয়র ডিরেক্টর ও ‘ট্রাস্ট ও সেফটি’র প্রধান সৈকত মিত্র জানিয়েছেন, যেগুলির মাধ্যমে ভারতের গ্রাহকরা সমস্যায় পড়েছিলেন এরকম অনেক অ্যাপকে গুগল ইতিমধ্যে সরিয়ে ফেলেছে, তিনি আরও জানিয়েছেন যে, এই সমস্ত ‘App’এর বিরুদ্ধে গ্রাহকদের সুরক্ষিত করার কাজ করছে Google। ‘Google Play Store’-এ নির্দেশিকা অমান্য করেছে এমন প্রায় দু’ হাজার ‘পার্সোনাল লোন অ্যাপ’-কে ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে।

Play Store এ থাকা অ্যাপগুলিতে নির্দিষ্ট নথিপত্র দাখিল করতে হবে। যদি কোনও অ্যাপ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) দ্বারা লাইসেন্সপ্রাপ্ত হয়, তা হলে যাচাইয়ের জন্য ওই অ্যাপের ডেভেলপারকে লাইসেন্সের কপি গুগলের কাছে জমা দিতে হবে।

প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন

Follow our Facebook Page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tata WB Scholarship Previous post Tata WB Scholarship: যে কোনো সরকারি স্কুলে পড়লে স্কলারশিপ পাবেন ৫ থেকে ৬০ হাজার টাকা।
Heritage Tour Next post Heritage Tour: ঐতিহ্য-ভ্রমণে প্যাডল স্টিমার