Facebook:‘ফ্রি’র দিন শেষ! এবার ফেসবুক-ইন্সটাগ্রামের জন্য খসবে টাকা!
Facebook-Instagram-এর পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের ঘোষণা করলেন জুকারবার্গ৷ যদিও জন্মলগ্নে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছিলেন, ফেসবুক আজীবন ‘ফ্রি’ থাকবে৷ এই অ্যাপ ব্যবহারের জন্য কোনও টাকা দিতে হবে না গ্রাহকদের৷ কিন্তু সেই প্রতিশ্রুতিই ভেঙেই এমনই ঘোষণা করল Meta.

জুকারবার্গ জানান, এবার থেকে ‘meta verified’ পরিষেবা চালু করা হবে। Facebook অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বা অ্যাকাউন্টে ব্লু টিক পেতে ইউজারদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হবে। ফেসবুক-ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপাতত প্রতি মাসে ১১.৯৯ ডলার ফি ধার্য করা হয়েছে৷ যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার টাকা। সম্প্রতিই টুইটারেও এমনই পরিষেবা চালু করেছিলেন ইলন মাস্ক। এবার সেই পথে হেঁটে প্রিমিয়াম পরিষেবা চালু করল Meta। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘Meta Verified’
মেটার সিইও একটি পোস্টে লেখেন, “আমাদের পরিষেবার বিশ্বাসযোগ্যতা ও সুরক্ষা বাড়াতেই এই নতুন পরিষেবা আনা হয়েছে”।
আপাতত মাসিক সাবস্ক্রিপশন পরিষেবাটি পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই পরিষেবা চালু হয়ে যাবে। এর পর ধাপে ধাপে আমেরিকা সহ অন্যান্য দেশগুলিতে এই পরিষেবা চালু করা হবে।