
Durga Puja 2022: দুর্গাপুজোর ছুটি এ বার অনেক লম্বা,জানালেন মুখ্যমন্ত্রী
Durga Puja 2022: দুর্গাপুজো এ বার অনেক লম্বা ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে টানা ১১ দিনের ছুটি শেষ হচ্ছে ১০ অক্টোবর।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন জেলার পুজো কমিটির কর্তারাও। দুর্গাপুজোকে ইউনেস্কো ঐতিহ্যের তকমা দেওয়ায় আগামী ১ সেপ্টেম্বর সরকারি উদ্যোগে বিভিন্ন পুজো কমিটিকে মিছিলের আয়োজন করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল হবে প্রত্যেক জেলা শহরে ও কলকাতায়। মহালয়ার আগে পুজো শুরু হয়ে গেলেও এ বার মহালয়ার আগের দিন থেকেই অর্থাৎ পিতৃপক্ষেই দেবী আরাধনা শুরু হয়ে যাবে বাংলায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ৪৩ হাজার পুজোকে ৬০ হাজার টাকা করে অনুদান, বিদ্যুতেও বড় ছাড়
৩০ সেপ্টেম্বর এ বার পুজোর ছুটি পড়ছে । টানা ১১ দিনের ছুটি শেষ হচ্ছে ১০ অক্টোবর লক্ষ্মীপুজোর দিনে। তবে ২ অক্টোবর গাঁধী জয়ন্তীর ছুটিটা পুজোর মধ্যে ঢুকে গিয়েছে। একই ভাবে পুজোর ছুটির ১১ দিনের মধ্যে দু’টি করে শনি ও রবিবার রয়েছে।
Durga Puja 2022 কলকাতায় পুজোর কার্নিভাল হবে ৯ অক্টোবর অর্থাৎ লক্ষ্মীপুজোর আগের দিন। জেলায় জেলায় হবে পুজো কার্নিভাল এই প্রথমবার ৮ অক্টোবর। তিন দিন ধরে চলবে দুর্গাপ্রতিমার বিসর্জন।
ছুটিপ্রেমীদের চিন্তা নেই ২৪ থেকে ২৬ অক্টোবর এ বার কালীপুজোর তিন দিন ছুটি রয়েছে। ভাইফোঁটায় ছুটি ২৭ অক্টোবর।তার পরেই ৩০ ও ৩১ অক্টোবর জোড়া ছুটি ছট উপলক্ষে।