
Who is Arpita Mukherjee : কী করতেন ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা
Arpita Mukherjee: ২০০৫ সালে মডেলিং দিয়ে হাতেখড়ি হয় বিনোদন জগতে অর্পিতার। টুকটাক অভিনয়ও শুরু করেছেন। প্রসেনজিৎ অভিনীত ‘মামা ভাগ্নে’ এবং জিৎ অভিনীত ‘পার্টনার’-এর মতো বাংলা সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে । বেশ কিছু কাজ করেছেন তামিল সিনেমাতেও। মডেলিং জীবনে অর্পিতা (Arpita Mukherjee) কিছু বি়জ্ঞাপনেও কাজ করছেন। পাশাপাশি,নখের উপর নেলপালিশ দিয়ে বিভিন্ন ধরনের নকশা করার কলা করার বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন অর্পিতা। গত কয়েক বছর ধরে শহরের একটি নামী পুজোর বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। সেই পুজোর হয়ে বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি, সূত্রের খবর এমনটাই। গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতায় ডায়মন্ড সিটি সাউথে একটি বিলাসবহুল ফ্ল্যাটেই থাকছিলেন তিনি।


পার্থের সঙ্গে নেমেছেন ভোট প্রচারেও একই গাড়িতে চেপে জনগণের উদ্দেশে তাঁর হাত নাড়ানোর ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এ ছাড়াও এমন বহু অনুষ্ঠানেও অর্পিতাকে দেখা গিয়েছে যেখানে প্রধান অতিথি হিসাবে পার্থ উপস্থিত আছেন, ।কলকাতার অভিজাত আবাসনের বাসিন্দা হলেও অর্পিতার আদিবাড়ি বেলঘরিয়ার দেওয়ানপাড়ায়। সকাল থেকেই বহুদিনের পুরনো দোতলা বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড়। বাড়িতে অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় একাই থাকেন। তাঁর মেয়ের বাড়ি থেকে যে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে, সে খবর তিনি পেয়েছেন। কোথা থেকে এত টাকা এল, তা তিনি জানেন না! বললেন, ” আমি এই বাড়িতে একাই থাকি। মেয়ে বহুদিন আগে থেকেই বাইরে থাকে। মাঝেমধ্যে সন্ধেবেলা এই বাড়িতে আসে। কিছুক্ষণ থাকে, অল্প কিছু কথা বলে, চলে যায়।” তিনি এও বলেন, ” ও সিনেমা, সিরিয়াল করেছে। এর পাশাপাশি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত ছিল, ও চাকরি পেয়েও চাকরি করতে চায়নি।”
Get More News Click